নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন

খুবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ মার্চ ২০১৯, ২২:৫৪

ঢাকায় বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার ‘হত্যা’র দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবিতে বুধবার মানববন্ধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাধারণ শিক্ষার্থীরা।

দুপুর ২টায় খুবির হাদি চত্বরে এ মানববন্ধন হয়।

সড়কে আর লাশের মিছিল দেখতে চাই না এই দাবিতে চোখে ও মুখে কালো কাপড় বেধে মৌন প্রতিবাদ জানান খুবি শিক্ষার্থীরা। নিরাপদ সড়ক ও সুবিন্যস্ত গণপরিবহনের দাবিতে মানববন্ধনে প্রতীকী লাশ প্রদর্শন করা হয়।

এসময় খুবির সহকারী ছাত্রবিষয়ক পরিচালক রাকিবুল হাসান সিদ্দিকি মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে অংশ নেয়া খুবি শিক্ষার্থী ফাহাদ রহমান অঝোর বলেন, ‘প্রচলিত আইনের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ। তাই আইন সংশোধন করে দোষীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা এবং আইনের কার্যকর প্রয়োগ দেখতে চাই।’

মানববন্ধন শেষে বাসের চাপায় ছাত্র হত্যার বিচারের পাশাপাশি ঢাকায় নিরাপদ সড়ক আন্দোলনের সাথে সংহতি প্রকাশ এবং তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করা হয়।

(ঢাকাটাইমস/২০মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :