ঘরের মাঠে জার্মানির হোঁচট

প্রকাশ | ২১ মার্চ ২০১৯, ০৮:০৩

ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘরের মাঠে সার্বিয়ার বিপক্ষে হোঁচট খেল জার্মানি। বাজে শুরু করে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত জয়হীন ভাবেই মাঠ ছাড়তে হলো ইওয়াখিম লুভের  শিষ্যদের।

বুধবার জার্মানির শহর ভলফসবুর্কে অনুষ্ঠিত প্রীতি ম্যাচটিতে ১-১ ড্র করে সার্বিয়া-জার্মানি। প্রতিপক্ষের হয়ে শুরুতে গোল করেন লুকা ইয়োভিচ। শেষের দিকে স্বাগতিকদের সমতায় ফেরান লেয়ন গোরেটস্কা।

রাশিয়ার বিশ্বকাপে বাজে শেষ হওয়ার পর দলকে নতুন ভাবে গড়তে টমাস মুলার, মাটস হুমেলস ও জেরোমে বোয়াটেংয়ের মতো অভিজ্ঞ ফুটবলারদের বাদ দিয়ে নতুনদের সুযোগ দিয়েছেন লুভ। শেষ ম্যাচ খেলা একাদশে ছয় পরিবর্তন এনে কাল মাঠে নামে তারা। কিন্তু সেই অনুযায়ী কোনো ফলাফল পাননি লুভ।

ম্যাচের ১২তম মিনিটেই এগিয়ে যায় অতিথিরা। কর্নার থেকে উড়ে আসা বল ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে ছোট ডি-বক্সে ফাঁকায় পেয়ে হেডে জাল খুঁজে নেন আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের ফরোয়ার্ড ইয়োভিচ।

সমতায় ফিরতে স্বাগতিকদের অপেক্ষা বাড়ে দ্বিতীয়ার্ধ পর্যন্ত। বিরতির পর ৬৯তম মিনিটে রয়েসের পাস ডি-বক্সে ঢুকে নিয়ন্ত্রণে নেওয়ার মাঝে এক জনকে কাটিয়ে জোরালো শটে বল জালে পাঠান মিডফিল্ডার গোরেটস্কা। 

(ঢাকাটাইমস/২১ মার্চ/এইচএ)