বাংলাদেশে প্রথম পপ-আপ সেলফি ক্যামেরার ফোন

প্রকাশ | ২১ মার্চ ২০১৯, ১২:২৯ | আপডেট: ২১ মার্চ ২০১৯, ২০:২৮

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস

এই প্রথম বাংলাদেশের বাজারে এলো পপ-আপ সেলফি ক্যামেরার ফোন। এটি বাজারে এনেছে ভিভো। মডেপল ভিভো ভি ১৫। এই ফোনটির আরেকটি ভার্সন পাওয়া যাচ্ছে ভি ১৫ প্রো নামে।

গতকাল রাতে রাজধানীর একটি হোটেলে ভিভো ভি ১৫ উন্মোচন করা হয়। 

ফোনটি কিনতে চাইলে প্রি-বুকিং করতে হবে। প্রি-বুকিং শুরু হয়েছে ২০ মার্চ। চলবে ২৬ মার্চ পর্যন্ত। প্রি-বুকিং দিয়ে ফোনটি কিনলে উপহার থাকছে। এছাড়া গ্রামীণফোন ব্যবহারকারীরা পাচ্ছেন বিশেষ ডাটা প্যাক। 

ভিভো ভি ১৫ ফোনটিতে রয়েছে ৬ জিবি র‌্যাম। এতে ৬৪ জিবি স্টোরেজ দেয়া হয়েছে। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।

ডিভাইসটিতে ৬.৫৩ ইঞ্চির আল্ট্রা ফুল ভিউ প্যানেল ব্যবহার করা হয়েছে। এতে ফুল এইচডি রেজুলেশন পাওয়া যাবে। 

ফোনটির চমক এর সেলফি ক্যামেরায়। এতে পপ-আপ ক্যামেরা দেয়া হয়েছে। সেলফি ক্যামেরা অন করলেই ডিসপ্লের উপরিভাগ থেকে বের হয়ে আসবে ৩২ মেগাপিক্সেলের সেলফি শুটার। পেছনে আছে ২৪.৮ এবং ৫ মেগাপিক্সেলের রিয়ার শুটার। 

ব্যাকআপের জন্য ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের নন-রিমুভেবল ব্যাটারি দেয়া হয়েছে। দ্রুত গতির কর্মসম্পাদনের জন্য রয়েছে ২.১ গিগাহার্জের অক্টাকোর সিপিইউ।

নিরাপত্তার জন্য আছে ফিঙ্গারপ্রিন্ট। কানেকটিভিটির জন্য রয়েছে ফোরজি এলটিই। মিড রেঞ্জের ফোনটির দাম ২৯ হাজার ৯৯০ টাকা। 

(ঢাকাটাইমস/২১মার্চ/এজেড)