সুনামগঞ্জে ৪২ বোতল ভারতীয় মদ জব্দ

প্রকাশ | ২১ মার্চ ২০১৯, ১৪:০৫ | আপডেট: ২১ মার্চ ২০১৯, ১৫:২৯

সুনামগঞ্জ প্রতিবেদক

সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলা সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৪২ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ জব্ধ করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য ৬৩ হাজার টাকারও বেশি।

২৮-বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাকসুদুল আলম জানান, বৃহস্পতিবার ভোর রাতে ডুলুরা বিওপির টহলদল সীমান্ত পিলারের কাছ থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ১নং সলুকাবাদ ইউনিয়নের উত্তর কাপনা থেকে মদগুলো উদ্ধার করা হয়।

তবে এসময় কাউকে আটক করতে পারেনি ডুলুরা বিওপির টহলদল। মদের বোতলগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে জমা দেয়া হয়েছে।

ঢাকাটাইমস/২১মার্চ/এএইচ