হায়দরাবাদের অধিনায়ক উইলিয়ামসন না ওয়ার্নার?

প্রকাশ | ২১ মার্চ ২০১৯, ১৬:০০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্বে কে? তা নিয়ে চলছিল জোর জল্পনা। গতবার হায়দরাবাদের অধিনায়ক ছিলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। আইপিএলের দ্বাদশ সংস্করণের আগে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে চোট পান কিউই অধিনায়ক। চোটের কারণে উইলিয়ামসনের আইপিএল খেলা নিয়ে তৈরি হয়েছিল সংশয়।

সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ টম মুডি ধোঁয়াশা দূর করে জানিয়ে দিয়েছেন, উইলিয়ামসনই এবার দলকে নেতৃত্ব দেবেন। তাঁর ডেপুটি হবেন ভুবনেশ্বর কুমার। মুডি বলছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট মহলে কেনকে সবাই শ্রদ্ধা করে। গতবার দলকে দারুণ নেতৃত্ব দিয়েছে।’

অর্থাৎ, এবারও উইলিয়ামসনকেই নেতা হিসেবে দেখছে সানরাইজার্স হায়দরাবাদ। বল বিকৃতি কাণ্ডে জড়ানোর কারণে আইপিএলের গত আসরে খেলতে পারেননি ডেভিড ওয়ার্নার। কিন্তু এবার তিনি সানরাইজার্স হায়দরাবাদ দলে ফিরেছেন। তাঁরও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। মুডি বলছেন, ‘সানরাইজার্সের হয়ে ওয়ার্নার যা অর্জন করেছে তাতে আমরা গর্বিত। ওয়ার্নার আমাদের প্রিমিয়ার ব্যাটসম্যান। আমার বিশ্বাস সানরাইজার্সের হয়ে অতীতের মতোই অবদান রাখবে ওয়ার্নার।’

২০১৬ সালে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেবার চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। ২০১৮ সালে রানার্স আপ হয়েছিল হায়দরাবাদ। বাংলাদেশের সাকিব আল হাসান গত আসরের মতো এবারও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন।   

(ঢাকাটাইমস/২১ মার্চ/এসইউএল)