কোহলিদের চ্যাম্পিয়ন হিসাবে দেখছেন ভন

প্রকাশ | ২১ মার্চ ২০১৯, ১৬:২০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

এবারের আইপিএলে কোন দল চ্যাম্পিয়ন হবে? প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই জল্পনা চলছে ক্রিকেটমহলে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের যদিও কোনো সংশয় নেই। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকেই চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন তিনি। যা খানিকটা অবাকই করেছে ক্রিকেটমহলকে।

২০১৩ সাল থেকে পাকাপাকিভাবে ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু আরসিবি কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি আইপিএলে। অধিনায়ক কোহলির হাতে কখনো ওঠেনি এই ট্রফি। যা নিয়ে খোঁচা দিয়েছেন গৌতম গম্ভীর।

তিনি বলেছেন, ‘একবার চ্যাম্পিয়ন না হওয়া সত্ত্বেও তাঁর নেতৃত্বে আস্থা রাখার জন্য ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানাতেই পারেন কোহলি।’

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী অবশ্য গম্ভীরের উল্টা সুরে মন্তব্য করেছেন। তাঁর মতে, যোগ্য হিসেবেই আসিবির নেতৃত্বে আছেন কোহলি।

মাইকেল ভন অবশ্য টুইট করে লিখেছেন, ‘আমার মনে হয়, এই বছরে আরসিবিই জিতবে আইপিএল।’ গতবারের আইপিএলের থেকে এই বছর অনেক বদলেছে দল। নিলামে তারুণ্য ও অভিজ্ঞতায় ভারসাম্য রেখে দল গড়া হয়েছে।

(ঢাকাটাইমস/২১ মার্চ/এসইউএল)