সাকিবকে এনওসি দিলো বিসিবি

প্রকাশ | ২১ মার্চ ২০১৯, ১৬:৫৮ | আপডেট: ২১ মার্চ ২০১৯, ১৬:৫৯

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে আর কোনো বাধা নেই সাকিব আল হাসানের। বৃহস্পতিবার সাকিবকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

গত ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচে খেলার সময় হাতের আঙুলে ব্যথা পেয়েছিলেন সাকিব। এই কারণে তিনি নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি। তবে সাকিব এখন ফিট। তার ফিটনেসের বিষয়ে খেয়াল রেখেই এনওসি দিয়েছে বিসিবি।

আইপিএলের ১২তম আসর শুরু আগামী ২৩ মার্চ। কিন্তু সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদের প্রথম ম্যাচ ২৪ মার্চ। এদিন ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে সাকিবের দল। সবকিছু ঠিক থাকলে প্রথম ম্যাচ থেকেই আইপিএলে খেলবেন টাইগার অলরাউন্ডার।

নিউজিল্যান্ড সফরের পর বাংলাদেশ জাতীয় দলের আপাতত ব্যস্ততা নেই। ক্রিকেটারদের কেউ এখন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) অংশ নিচ্ছেন। আবার কেউ আছেন বিশ্রামে। বাংলাদেশের পরবর্তী সিরিজ শুরু আগামী ৭ মে।

(ঢাকাটাইমস/২১ মার্চ/এসইউএল)