চাকসুর নীতিমালা রিভিউ কমিটি গঠন

চবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ মার্চ ২০১৯, ১৭:০১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের নীতিমালা প্রণয়ন করতে পাঁচ সদস্যবিশিষ্ট রিভিউ কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, ‘বিজ্ঞান অনুষদ ডিন অধ্যাপক ড. শফিউল আলমকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য সচিব ডেপুটি রেজিস্ট্রার মো. ইউসুফ। অন্যান্য সদস্যরা হলেন- আইন অনুষদ ডিন অধ্যাপক এবিএম আবু নোমান, সহকারী প্রক্টর লিটন মিত্র, লোকপ্রশাসন বিভাগের সভাপতি ড. আমীর মুহাম্মদ নসরুল্লাহ।’

উপাচার্য বলেন, ‘চাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই কমিটি সদ্য অনুষ্ঠিত হওয়া ডাকসুসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে নতুন নীতিমালা তৈরি করবে।’

কখন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নে উপাচার্য বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে আমরা নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করব।’

এর আগে বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্টদের সাথে এক মিটিংয়ে চাকসু নির্বাচন অনুষ্ঠানের নীতিগত সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

(ঢাকাটাইমস/২১মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :