বিএনপি একদিন বিলীন হয়ে যাবে: তোফায়েল

প্রকাশ | ২১ মার্চ ২০১৯, ১৭:২৫

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বিএনপির রাজনীতি ভুলে ভরা। মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এমনি করে বিএনপি একদিন বিলীন হয়ে যাবে।’

বৃহস্পতিবার দুপুরে শহরের সরকারি স্কুল মাঠে সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে তৃণমূল পর্যায়ের কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘২০০৬ সালে অবাধ, নিরপেক্ষ নির্বাচনে বিএনপি কারচুপি করার পরিকল্পনা নিয়েছিল। ফলে দেশে ১-১১ হয়েছে। ২০০৮ সালের সংসদ নির্বাচনে তারা ২৮টি সিট পেয়েছে। সর্বশেষ নির্বাচনে পেয়েছে ৬টি। আগামী পাঁচ বছরের মধ্যে বিএনপি মুসলিম লীগ, ভাসানী ন্যাপসহ অন্যান্য দলের মতো বিলীন হয়ে যাবে।’

তোফায়েল আহমেদ বলেন, ‘যেই দল (বিএনপি) অর্থের বিনিময়ে দলীয় মনোনায়ন দেয়, মানুষ খুন করে, যেই দলের নেত্রী দুর্নীতি মামলার আসামি হয়ে জেলে এবং যাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দণ্ডপ্রাপ্ত আসামি- সেই দলকে মানুষ কখনো ভোট দেয় না।’

আওয়ামী লীগের এ জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ‘বিএনপি আজকে দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে। কিন্তু এসব ষড়যন্ত্র করে কোন লাভ নেই। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আজকে বিশ্বের শ্রেষ্ঠ নেতা। তিনি বাংলাদেশের গ্রামকে শহর করেছেন, তার শাষন আমলে দেশে প্রচুর উন্নয়ন হয়েছে।’

ভোলায় অনেক উন্নয়ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সরকারের আমলে ভোলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। ইতোমধ্যে এখানকার নদী ভাঙন রোধ করা হয়েছে। এখানকার ৯৫ ভাগ মানুষ বিদ্যুতের সুবিধা ভোগ করছে। স্থানীয় মানুষের প্রাণের দাবি ভোলা-বরিশাল সেতু নির্মাণ কাজও এই সরকার করবে ইনশআল্লাহ।’

সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. ইউনুছ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব প্রমুখ।

(ঢাকাটাইমস/২১মার্চ/এলএ)