শাওমি আনল ব্ল্যাক শার্ক টু

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ মার্চ ২০১৯, ১৭:৩১

গেমিং ফোন ব্ল্যাক শার্ক ওয়ানের সফলতার পর এবার ব্ল্যাক শার্ক টু আনল শাওমি। এই ফোনে থাকছে ১২ জিবি র‌্যাম। তবে ৬ জিবি র‌্যাম ভার্সনেও পাওয়া যাবে।

এই ফোনে থাকছে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট। প্রসেসর ঠান্ডা রাখতে ফোনটিতে ব্যবহৃত হয়েছে বিশেষ কুলিং সিস্টেম।

চীনের বাজারে সম্প্রতি ব্ল্যাক শার্ক টু বিক্রি শুরু হয়েছে। চীনে ৬ জিবি র‌্যাম ভার্সনের দাম ৩১৯৯ ইয়েন। ৮ জিবির দাম ৩৭৯৯ ইয়েন। ১২ জিবির দাম ৪১৯৯ ইয়েন।

ফোনটিতে আছে ৬.৩৯ ইঞ্চির ফুলএইচডি প্লাস ডিসপ্লে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৫৫ মডেলের প্রসেসর রয়েছে। ফোনটি ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজে পাওয়া যাবে।

ডিভাইসটিতে ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহৃত হয়েছে।

ছবি তোলার জন্য আছে ডুয়েল রিয়ার ক্যামেরা। একটি ৪৮ মেগাপিক্সেলের। অন্যটি ১২ মেগাপিক্সেলের। সেলফির জন্য আছে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা।

ইউএসবি টাইপ সি পোর্ট এবং ফোরজি কানেকটিভিটি সমৃদ্ধ ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২১মার্চ/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা