অবশেষে সেই ফিক্সিং কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ধোনি

অনলাইন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ মার্চ ২০১৯, ২১:৫৫ | প্রকাশিত : ২১ মার্চ ২০১৯, ১৮:১৬

২০১৩ আইপিএলের সেই ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি নিয়ে অবশেষে মুখ খুলেছেন ভারতকে ওয়ানডে এবং টি-২০ বিশ্বকাপ জেতানো অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেই সময়টাকে বলছেন তার জীবনের সবচেয়ে হতাশাজনক আর কঠিনতম সময়। আইপিএলের সবচেয়ে সফল দল ‘চেন্নাই সুপার কিংস’ এর ম্যাচ গড়াপেটার জন্য দুই বছরের নিষেধাজ্ঞা এবং এরপর দলটির রুপকথার মতো প্রত্যাবর্তন নিয়ে নির্মিত হয়েছে একটি তথ্যচিত্র, নাম ‘রোর অফ দ্যা লায়ন’। এই তথ্যচিত্রেই জীবনের সবচাইতে কঠিনতম সময়টি নিয়ে খোলামেলাভাবে কথা বলেছেন ধোনি।

‘আমার ক্রিকেট জীবনে সব চেয়ে বিষণ্ণতম সময় ছিল ২০১৩ সাল। ২০০৭ বিশ্বকাপে হেরে ফেরার সময়টা থাকবে ঠিক এরপরেই। কিন্তু ২০০৭ এ আমরা ভাল খেলিনি বলে হেরেছিলাম ৷ ২০১৩ -তে ব্যাপারটা ছিল পুরোপুরি ভিন্ন। কারণ, সেবার স্পট ফিক্সিং ও ম্যাচ ফিক্সিং নিয়ে আলোচনা হচ্ছিল গোটা দেশ জুড়ে। স্পট ফিক্সিং একজন ক্রিকেটারের পক্ষে করা সম্ভব হলেও ম্যাচ ফিক্সিং করতে প্রয়োজন হয় দলের অনেককে। অভিযোগ শুনে তাই যারপরনাই অবাক লাগছিল। মনের মধ্যে একটাই প্রশ্ন বারবার ঘুরে-ফিরে আসতো, আমরা কোথায় ভুলটা করেছি? ‘

‘আমরা ভাবছিলাম ঠিক কি শাস্তি হতে পারে। জানতে পারলাম ‘চেন্নাই সুপার কিংস’ কে নিষিদ্ধ করা হয়েছে দুই বছরের জন্য। দলের ক্রিকেটার, ম্যানেজমেন্টের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ছিল শাস্তি নিয়ে। দলের ক্যাপ্টেন থাকায় স্বাভাবিকভাবেই গোটা ব্যাপারটা সবচেয়ে বেশি পীড়া দিচ্ছিল আমাকে।‘

ধোনি আক্ষেপ করে বলতে থাকেন, ‘দলের অন্য ক্রিকেটারদের সাথে আমার নামটাও যুক্ত হয়ে গিয়েছিল ম্যাচ ফিক্সিং এর সঙ্গে। মিডিয়ায় ফলাও করে খবর ছাপা হচ্ছিল। আমরা সবাই ই কি এই ফিক্সিং এ জড়িত? হ্যা এটা খুবই সম্ভব। স্পট ফিক্সিং যে কেউ করতে পারে, ব্যাটসম্যান হোক বা বোলার কিংবা আম্পায়ার। কিন্তু ম্যাচ ফিক্সিং এর জন্য দরকার হয় দলের অনেককেই।‘

‘আমার মনে হয় না, আমার জীবনে এর চেয়ে অন্ধকার সময় আর আসবে। আমরা ক্রিকেটার, আমরা যা কিছু অর্জন করি সব ক্রিকেট খেলেই। একজন স্বাভাবিক মানুষের জন্য হয়তো খুন করা সবচেয়ে বড় অপরাধ কিন্তু একজন ক্রিকেটারের জন্য ম্যাচ গড়াপেটার চেয়ে মারাত্মক অপরাধ আর হতে পারে না।‘

‘রোর অফ দ্যা লায়ন’ নামের তথ্যচিত্রটিতে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আইপিএলে ফিরে (২০১৮) চেন্নাই সুপার কিংস কীভাবে আবার শিরোপা জিতল তা নিয়ে ধোনিকে আরও বিস্তারিত কথা বলতে দেখা যাবে।

ঢাকাটাইমস/এমআই

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :