স্বর্ণসহ গ্রেপ্তার

বিমানবালা সায়মা ফের রিমান্ডে, কারাগারে আফরোজ

প্রকাশ | ২১ মার্চ ২০১৯, ১৮:৪৬

আদালত প্রতিবেদক, ঢাকা টাইমস
ফাইল ছবি

চার কেজি ২০০ গ্রাম স্বর্ণসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার বিমানবালা সায়মা আক্তারের ফের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে অপর বিমানবালা ফারজানা আফরোজকে কারাগারে পাঠিয়েছেন।

ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ দিদার হোসাইনের আদালত বৃহস্পতিবার এ আদেশ দেন।

একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে সায়মার ফের সাতদিনের রিমান্ড ও আফরোজকে কারাগারে পাঠানোর আবেদন জানিয়েছিল পুলিশ।

এর আগে গত ১৯ মার্চ পৃথক দুই মামলায় দশদিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ওই দুই আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেন একই আদালত।

গত ১৮ মার্চ সৌদি এয়ারলাইন্সের ওই দুই বিমানবালাকে স্বর্ণের বারসহ আটক করা হয়। আসামি ফারজানার কাছ থেকে দশটি বার ও সায়মার কাছ থেকে ২৬টি বারে চার কেজি ২০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়, যার বাজার মূল্য দুই কোটি ১০ লাখ টাকা।

বিমানবন্দরের ১০নং বোর্ডিং ব্রিজ এলাকায় টহলে থাকা কাস্টমস হাউসের একটি দল সৌদি আরব থেকে রাত দুইটায় আসা সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটের (নং- এসভি ৮০২) বিমানবালা দুজনকে অনুসরণ করেন। গ্রিন চ্যানেল অতিক্রমের পর শুল্ক-কর আরোপযোগ্য কোনো পণ্য থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা অস্বীকার করেন। কিন্তু নারী কর্মকর্তারা তাদের দেহ তল্লাশিকালে অন্তর্বাস থেকে ওই ৩৬টি স্বর্ণবার জব্দ করেন।

(ঢাকাটাইমস/২১মার্চ/জেডআর/এআর)