নান্দাইলে এমপির বিরুদ্ধে আ.লীগ প্রার্থীর অভিযোগ

প্রকাশ | ২১ মার্চ ২০১৯, ২১:০৩

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় এমপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন নৌকার প্রার্থী আব্দুল মালেক চৌধুরী স্বপন।

বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মালেক চৌধুরী স্বপন বলেন, ‘চতুর্থ ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে নান্দাইলের এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাসান মাহমুদ জুয়েলকে প্রকাশ্যে সমর্থন করে বিভিন্ন সভা-সমাবেশ করছেন। এ বিষয়ে প্রমাণসহ সংশ্লিষ্ট সকল মহলকে লিখিতভাবে জানালেও কোনো সুরাহা হয়নি। সরকার যখন উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে বদ্ধপরিকর, তখন এমপি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করছেন।’

তিনি বলেন, ‘৩১ জন প্রিজাইডিং অফিসার মনমত দেবার চেষ্টা করছেন এমপি। এ বিষয়েও নির্বাচন কমিশন বরাবর অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি।’

সংবাদ সম্মেলনে চন্ডীপাশা ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল হক ভুইয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক শহীদুল্লাহ শহীদ উপস্থিত ছিলেন।

তবে এমন অভিযোগ অস্বীকার করে আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি বলেন, ‘আমি আমার রুটিন ওয়ার্ক করছি। প্রকাশ্যে কোথাও নির্বাচনী প্রচারণা করছি না। আব্দুল মালেক চৌধুরী স্বপনের জনমত নেই বলেই এখন মনগড়া কথা বলছেন।’

(ঢাকাটাইমস/২১মার্চ/এলএ)