উপজেলা নির্বাচন

এবার সাংসদ আফজালকে এলাকা ছাড়ার নির্দেশ

প্রকাশ | ২১ মার্চ ২০১৯, ২১:১৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এবার কিশোরগঞ্জ-৫ আসনের সরকারদলীয় সাংসদ মো. আফজাল হোসেনকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত নির্দেশনা জানিয়ে তাকে চিঠি দেয়া হয়। তাতে তাকে আজকের (বৃহস্পতিবার) মধ্যে এলাকা ছাড়তে বলা হয়।

আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে বাজিতপুর উপজেলায় ভোট নেওয়ার তফসিল রয়েছে। ইতিমধ্যে গত ১০ ও ১৭ মার্চ সারা দেশের বিভিন্ন উপজেলায় দুই ধাপের নির্বাচন সম্পন্ন হয়েছে।

পাঁচ ধাপের উপজেলা নির্বাচনে এখন পর‌্যন্ত বিভিন্ন সময় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়াসহ ১৩ জনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এলাকা ছাড়ার নির্দেশনা দেয় ইসি।

সাংসদ আফজাল হোসেনের বিষয়ে ইসির কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানান, আফজাল হোসেনের বিরুদ্ধে তার সংসদীয় এলাকার বাজিতপুর উপজেলা নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এটি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ২১ মার্চের মধ্যে তাকে বাজিতপুর এলাকা ছাড়তে নির্দেশ দিয়েছে ইসি।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, লাভজনক পদে থাকা সরকারি সুবিধাভোগী কেউ কোনো নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। শুধু সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হলে ভোট দিতে পারবেন।

(ঢাকাটাইমস/২১মার্চ/মোআ)