চুলে স্টাইল করে দিলেই ৪০ হাজার জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
| আপডেট : ২২ মার্চ ২০১৯, ১২:২২ | প্রকাশিত : ২২ মার্চ ২০১৯, ০৮:৫৪

টাঙ্গাইল জেলার ভুয়াপুরে আদেশ জারি করা হয়েছে, কোনো স্কুলছাত্র মাথার চুলে বাহারি কোনো ছাঁট দিতে পারবে না। এই আদেশ অমান্য করে কোনো সেলুন ছাত্রদের চুলে স্টাইল করে দিলে ৪০ হাজার টাকা জরিমানা করা হবে।

ভুয়াপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম এবং স্থানীয় শীল সমিতি এই নোটিশ জারি করেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভুয়াপুরের কিছু অভিভাবক এবং শিক্ষক স্থানীয় থানার ওসির কাছে গিয়ে অভিযোগ করেন, স্কুলের শিক্ষার্থীরা বখাটে ছেলেদের অনুকরণ করে চুলের নানা ধরনের স্টাইল করছে। এতে তাদের চরিত্রহানির সম্ভাবনা রয়েছে।

এ নিয়ে ওসি রাশিদুল ইসলাম গত সপ্তাহে অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় সেলুন মালিকদের নিয়ে বৈঠক করেন। এরপরই নোটিশ জারি করা হয়।

নোটিশে বলা হয়, ‘হেয়ার স্টাইল, দাঁড়ি ও গোঁফ মডেলিং সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে অর্থদণ্ডসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুয়াপুর শীল সমিতির সভাপতি শেখর চন্দ্র শীল সাংবাদিকদের জানান, ‘ভুয়াপুরের ওসি বৈঠক করে তাদের বলেছেন, সাধারণ চুল ছাঁটা ছাড়া চুলে কোনো ধরনের স্টাইল করা যাবে না।’

ঢাকাটাইমস/২২মার্চ/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :