বন্ধুকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ মার্চ ২০১৯, ১০:৫৩ | প্রকাশিত : ২২ মার্চ ২০১৯, ১০:৪৩

ফরিদপুরের আলফাডাঙ্গায় ঝোপঝাড় থেকে ওয়াকিব শিকদার নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি আলফাডাঙ্গা সদরের নাজমা মেডিকেয়ার ক্লিনিকের ম্যানেজার ছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মিঠাপুর চরপাড়া বারাশিয়া নদী সংলগ্ন একটি কাঠাল বাগানের মধ্যে একটি ঝোপ থেকে ওয়াকিবের লাশ উদ্ধার করা হয়।

নিহত ওয়াকিব শিকদার পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার দেউলি গ্রামের জলিল শিকদারের ছেলে।

আটক ব্যক্তিরা হলেন, একই গ্রামের বিল্লাল হোসেন, ইমোন শেখ ও লাকিব উদ্দীন।

নাজমা মেডিকেয়ারের পরিচালক হারুনার রশিদের সহযোগিতায় সন্দেহভাজন বিল্লাল হোসেন নামে একজনকে বৃহস্পতিবার সন্ধ্যায় আলফাডাঙ্গা থানা পুলিশ আটক করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে বিল্লাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, গত ১৯ মার্চ মঙ্গলবার রাত আনুমানিক ১০ টার দিকে ওয়াকিবকে কিডন্যাপের উদ্দেশ্যে তার বাড়ি থেকে ডেকে নেয়া হয়।

তারপর তাদের মধ্যে একজন অজ্ঞান করার উদ্দেশ্যে ওয়াকিবকে পেছন থেকে মাথায় আঘাত করলে ওয়াকিব ঘটনাস্থলেই মারা যায়। পরে তার দেওয়া তথ্যমতে শুক্রবার রাত ২টায় ওয়াকিবের মরাদেহ উদ্ধার করা হয়। ইমোন শেখ ও লাকিব উদ্দীন নামে আরও দুজনকে আটক করা হয়।

আটক বিল্লাল ওয়াকিবের বন্ধু। তিনি ওয়াকিবকে ডেকে নেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম 'ঢাকাটাইমসকে জানান, ‘এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকাটাইমস/২২মার্চ/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :