নিউজিল্যান্ডেই সমাহিত হলেন সামাদ ও পারভিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মার্চ ২০১৯, ১০:৫৯

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নুর মসজিদে নারকীয় হত্যাকাণ্ড নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে দুজনের দাফন সম্পন্ন হয়েছে। আর বাকি তিনজনের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

নিউজিল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান জানান, শুক্রবার জুমার নামাজের পর অন্য মরদেহের সঙ্গে বাংলাদেশি পাঁচজনের জানাজাও অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আবদুস সামাদ ও সিলেটের ফরিদ আহমেদের স্ত্রী হোসনে আরা আহমেদের মরদেহ সেখানেই দাফন করা হয়।

ব্রেন্টন ট্যারান্ট নামক এক সন্ত্রাসী গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে স্বয়ংক্রিয় বন্দুক নিয়ে হামলা চালিয়ে ৫০ জন মুসল্লিকে হত্যা করে। আহত হন আরও ৪৮ জন। নিহতদের মধ্যে পাঁচজন এবং আহতদের মধ্যে তিনজন বাংলাদেশি।

(ঢাকাটাইমস/২২মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :