গরম চায়ে চরম বিপদ!

প্রকাশ | ২২ মার্চ ২০১৯, ১৪:১৪

স্বাস্থ্য ডেস্ক, ঢাকাটাইমস

ধোঁয়া ওঠা গরম চা পান করতে কে ভালোবাসে! রোজ ঘুম থেকে উঠে চায়ে চুমুক না দিলে অনেকের দিন শুরু হয় না। কিন্তু জানেন কি আপনার এই অভ্যাস জীবনে ডেকে আনতে মারাত্মক বিপদ! 

আপনার এই বিশেষ ধরনের চা-প্রীতিই ডেকে আনতে পারে ক্যানসারের সম্ভাবনা। সম্প্রতি একটি গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। অতিরিক্ত গরম চা খেলে হতে পারে ইসোফেগাল ক্যানসার। 

গবেষণায় দেখা গিয়েছে প্রতিদিন ৭৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি গরম চা খেলে দ্বিগুণ হয়ে যায় ইসোফেগাল ক্যানসারের সম্ভাবনা। চা তৈরি করার পর অন্তত ৪ মিনিট অপেক্ষা করে তারপর ঠোঁট ছোঁয়ান গরম চায়ের কাপে। 

আমেরিকান ক্যানসার সোসাইটির লিড অথার ফারহাদ ইসলামি জানিয়েছেন, অনেকেই গরম গরম চা-কফি খাওয়া এনজয় করেন। কিন্তু সামান্য ঠান্ডা না হওয়া পর্যন্ত চা-কফি না খাওয়াই ভালো। 

এই গবেষণাটি প্রকাশিত হয়েছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ক্যানসার-এ। ৪০ থেকে ৭৫ বছর বয়সী ৫০,০৪৫ জনের উপরে করা গবেষণার ভিত্তিতেই এই তথ্য প্রকাশিত হয়েছে।

(ঢাকাটাইমস/২২মার্চ/এজেড)