বিজেপিতে যোগ দিলেন গম্ভীর

প্রকাশ | ২২ মার্চ ২০১৯, ১৪:২৭ | আপডেট: ২২ মার্চ ২০১৯, ১৪:২৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বেশ কিছুদিন ধরেই ভারতের রাজধানী নয়াদিল্লিতে গম্ভীরকে নিয়ে চর্চা হচ্ছিল। টিম ইন্ডিয়ার সাবেক ওপেনার দেশটির আসন্ন লোকসভা নির্বাচনে নয়াদিল্লি কেন্দ্রে প্রার্থী হতে পারেন বলে রাজনৈতিক মহলে ফিসফাস শোনা যাচ্ছিল। অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিলেন গৌতম গম্ভীর। শুরু হলো রাজনীতির ইনিংস।

শুক্রবার বিজেপির সদর দপ্তরে দেশটির বর্তমান অর্থমন্ত্রী অরুণ জেটলি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে স্বাগত জানালেন এই ক্রিকেটারকে। কীর্তি আজাদ, নভজ্যোৎ সিংহ সিধু, মোহাম্মদ আজহারউদ্দিনের মতোই আরো এক ক্রিকেটার এলেন সক্রিয় রাজনীতিতে।

নয়াদিল্লি কেন্দ্রের বর্তমান সাংসদ হলেন মীনাক্ষী লেখি। কিন্তু গম্ভীরের বাড়ি দিল্লির রাজেন্দ্র নগরে। যা আবার এই কেন্দ্রের মধ্যেই পড়ে। নির্বাচনী লড়াইয়ে যা তাঁর পক্ষে যাবে বলে মনে করা হচ্ছে।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে পাঞ্জাবের অমৃতসর কেন্দ্রে অরুণ জেটলির হয়ে প্রচারে নেমেছিলেন গৌতম গম্ভীর। যদিও সেই প্রচারের ফলাফল ইতিবাচক হয়নি। কংগ্রেসের অমরিন্দর সিংহের কাছে হারতে হয়েছিল জেটলিকে। তখন থেকেই জল্পনা শুরু হয় যে, বিজেপিতে যোগ দিচ্ছেন গম্ভীর। আনুষ্ঠানিক ঘোষণা কবে হবে তা নিয়ে অবশ্য গত পাঁচ বছর ধরে চর্চা চলেছে। এবার লোকসভা ভোটের আগে ফের সেই জল্পনা জোরদার হয়েছিল।

(ঢাকাটাইমস/২২ মার্চ/এসইউএল)