তাকি উসমানির গাড়িতে সন্ত্রাসী হামলা, দুই দেহরক্ষী নিহত

প্রকাশ | ২২ মার্চ ২০১৯, ১৬:০৯ | আপডেট: ২৩ মার্চ ২০১৯, ০০:১১

ঢাকাটাইমস ডেস্ক

মুসলিম বিশ্বের বিশিষ্ট স্কলার পাকিস্তানের মুফতি মুহাম্মদ তাকি উসমানির গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় তিনি অক্ষত থাকলেও অপর গাড়িতে থাকা তার দুজন দেহরক্ষী নিহত হন এবং গাড়িচালক ও তার এক সফরসঙ্গী গুরুতর আহত হন। তার সঙ্গে একই গাড়িতে তার স্ত্রী ও দুই নাতি ছিলেন, তারাও অক্ষত রয়েছেন।

শুক্রবার জুমার নামাজের পর পাকিস্তানের করাচির ফয়সাল রোডে তার গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে।

দেশটির পুলিশ সূত্রের খবর, গাড়িতে ওই সময় তাকি ওসমানী ও তার স্ত্রী ছিলেন। তারা গাড়ির কাচ ভেঙে আহত হলেও তা গুরুতর নয়।

পাকিস্তানের জং পত্রিকার খবরে বলা হয়, একই সময় করাচিতে আরেকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সেখানেও হতাহতের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মুফতি তাকি উসমানি পাকিস্তান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি। তিনি মুসলিম স্কলার হিসেবে সারা বিশ্বেই পরিচিত। বাংলাদেশেও তার প্রচুর ভক্ত-অনুরাগী রয়েছে। তার প্রচুর বই বাংলা ভাষায় অনূদিত হয়েছে।

(ঢাকাটাইমস/২২মার্চ/জেবি)