রাজৈরে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ

প্রকাশ | ২২ মার্চ ২০১৯, ১৮:৫৯

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনে পক্ষপাতমূলক আচরণের অভিযোগে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রাজৈর উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমানকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমানের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে আওয়ামী লীগ প্রার্থী এমএ মোতালেব মিয়া নির্বাচন কমিশনে দরখাস্ত করেন। বিষয়টি আমলে নিয়ে শুক্রবার তাৎক্ষণিক মিজানুর রহমানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একই সাথে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাচন অফিসার আজমল হোসেনকে রাজৈর উপজেলা নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নতুন দায়িত্ব দেয়া হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা নির্বাচন অফিসার মনিরুজ্জামান।

(ঢাকাটাইমস/২২মার্চ/এলএ)