মেননের গাড়িতে সনদবিহীন বাসের ধাক্কা

প্রকাশ | ২২ মার্চ ২০১৯, ১৯:২০ | আপডেট: ২২ মার্চ ২০১৯, ২২:৩২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের বহনকারী প্রাডো গাড়িকে ধাক্কা দিয়েছে বলাকা পরিবহনের ফিটনেস সনদবিহীন একটি বাস। তবে এ ঘটনায় মেননের কোনো ক্ষতি হয়নি।

আজ শুক্রবার সকালে মহাখালী ফ্লাইওভারের কাছে এই ঘটনা ঘটে।

চালক আমানুল্লাহর বাস চালানোর লাইসেন্স এবং বাসটির ফিটনেস সনদ ছিল না বলে জানান ডিএমপির মহাখালী ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) আশরাফ উল্লাহ।

ঢাকাটাইমসকে এসি বলেন, 'সকালে হযরত শাহজালাল বিমানবন্দর যাওয়ার সময় মহাখালী ফ্লাইওভারের কাছে সাবেক মন্ত্রীর গাড়িতে ধাক্কা দেয় বলাকা পরিবহনের একটি বাস। এতে গাড়ির রঙ কিছুটা চটে গেছে। তবে তিনি অক্ষত আছেন।'

এ ব্যাপারে বেসামরিক বিমান চলাচল বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি মেনন কোনো অভিযোগ করেননি বলে জানান এসি। বলেন, 'মন্ত্রী কোনো অভিযোগ করেননি, তবে আমরা চালককে আটক ও বাসটি জব্দ করে থানায় পাঠিয়েছি।'

চালকের কাগজপত্র সম্পর্কে জানতে চাইলে এসি বলেন, 'দুই দিন আগে ভ্রাম্যমাণ আদালত বাসটির কাগজপত্র জব্দ করে মামলা দিয়েছে। তবে চালক কোনো ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেননি।

(ঢাকাটাইমস/২২মার্চ/মোআ)