৫৫০ রেলকোচ ও ১০০ ইঞ্জিন আসছে: রেলমন্ত্রী

প্রকাশ | ২২ মার্চ ২০১৯, ১৯:৩৩ | আপডেট: ২২ মার্চ ২০১৯, ২২:৩২

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস

বাংলাদেশ রেলওয়ের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার নানামুখী মেগা প্রকল্প গ্রহণ করেছে জানিয়ে রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, এ বছরের মধ্যে সাড়ে ৫০০ রেলকোচ ও ১০০ ইঞ্জিন আমদানি করা হবে।

আজ বিকালে কুড়িগ্রাম ও রমনা স্টেশন পরিদর্শনকালে এ কথা বলেন মন্ত্রী। 

রেলমন্ত্রী বলেন, বর্তমান সরকার রেলপথের উন্নয়নে মহাপরিকল্পনা হাতে নিয়েছে। দেশের সব জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসতে সরকার বদ্ধপরিকর। 
ঝুঁকিপূর্ণ রেলপথ মেরামত ও রেলওয়ে যুগোপযোগী করার জন্য সরকার উদ্যোগের কথা জানিয়ে মন্ত্রী বলেন, যেসব এলাকায় রেলপথ নেই, সেখানে রেললাইন সম্প্রসারণ, সব রেললাইনকে ব্রডগেজে রূপান্তর করার প্রকল্প নেয়া হয়েছে। এ ছাড়া সব লাইনে ডুয়েল গেজ রাখার ব্যবস্থা নেয়া হয়েছে। 

মন্ত্রী বলেন, রেলওয়েকে তার পুরনো ঐতিহ্যে ফিরিয়ে আনতে সরকার নানামুখী মেগা প্রকল্প গ্রহণ করেছে। এ বছরের মধ্যে সাড়ে ৫০০ রেলকোচ ও ১০০ ইঞ্জিন আমদানি করা হবে। 
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলী, জেলা প্রশাসক সুলতানা পারভীন, পুলিশ সুপার মেহেদুল করিম ও রেলওয়ে পশ্চিমাঞ্চলের কর্মকর্তারা। 

(ঢাকাটাইমস/২২মার্চ/মোআ)