চীনে গাড়ি হামলা, নিহত ৬

প্রকাশ | ২২ মার্চ ২০১৯, ২২:২০ | আপডেট: ২২ মার্চ ২০১৯, ২২:২৯

আন্তর্জাজিক ডেস্ক, ঢাকাটাইমস

চীনের হুবেই প্রদেশে জোয়াইয়াং শহরে গাড়ি হামলায় অন্তত ছয়জন নিহত ও আটজন হয়েছেন। শুক্রবার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেন এক ব্যক্তি। এতে এই হতাহতের ঘটনা ঘটে। পরে পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে হত্যা করে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম কুই লিদং। বয়স ৪৪। পথচারীদের ওপর গাড়ি তুলে দেওয়ার আগে লিদং বাড়িতে তার স্ত্রী ও মেয়েকে আহত করেন। হুবেই প্রদেশে জোয়াইয়াং শহর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনা নিয়ে তদন্ত চলছে। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাংহাইয়ের গণমাধ্যমে প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে, কম্বল দিয়ে মোড়ানো একজনের লাশ রাস্তার ধারে ফেলে রাখা হয়েছে। কয়েক জনের দল আহত একজনকে স্ট্রেচারে তুলছেন।

গত সেপ্টেম্বর মাসে হুনান প্রদেশের হেনদং এলাকায় পথচারীদের মধ্যে গাড়ি ঢুকিয়ে দিয়ে হামলা চালান এক ব্যক্তি। এতে ১১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। পুলিশ ৪০ বছর বয়সী ওই হামলাকারীকে আটক করে।

এরপর নভেম্বরের শেষদিকে লিয়াওনিং প্রদেশে শিশুরা রাস্তা পার হওয়ার সময় গাড়ি চালিয়ে দেন এক ব্যক্তি। এতে পাঁচজন নিহত হন। কমপক্ষে ১৯ জন আহত হন।

ঢাকাটাইমস/২২মার্চ/ইএস