আটে নেমে উদানার ৮৪, তবুও শ্রীলঙ্কার হার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মার্চ ২০১৯, ০৯:৪৮

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৬ রানে হেরেছে শ্রীলঙ্কা। এই হারের ফলে সিরিজটিও হাতছাড়া হয়ে গিয়েছে লঙ্কানদের। টানা দুই জয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ মার্চ।

শুক্রবার সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকার দেয়া ১৮১ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রান করতে সক্ষম হয় শ্রীলঙ্কা। দলের পক্ষে ইসুরু উদানা আট নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৪৮ বলে ৮টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৮৪ রান করে অপরাজিত থাকেন। টি-টোয়েন্টিতে এটি তার প্রথম হাফ সেঞ্চুরি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৮০ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে ওপেনার রিজা হেন্ডরিকস ৪৬ বলে ৬৫ রান করেন। ৪৪ বলে ৬৪ রান করেন ডুসেন। ১৭ বলে ৩৩ রান করেন অধিনায়ক জেপি ডুমিনি। ম্যাচ সেরা হন ডুসেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ১৬ রানে জয়ী দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা ইনিংস: ১৮০/৩ (২০ ওভার)

(এইডেন মার্করাম ৩, রিজা হেন্ডিরিকস ৬৫, ডুসেন ৬৪, ডুমিনি ৩৩*, মিলার ৯*; লাসিথ মালিঙ্গা ১/২৬, ইসুরু উদানা ১/৩৯, আকিলা ধনঞ্জয়া ১/৩১, ভ্যান্দেরসে ০/২৫, থিসারা পেরেরা ০/৪৫, কামিন্দু মেন্ডিস ০/১২)।

শ্রীলঙ্কা ইনিংস: ১৬৪/৯ (২০ ওভার)

(ডিকওয়েলা ২০, অভিশকা ফার্নান্দো ০, কুসল মেন্ডিস ৪, থিসারা পেরেরা ২২, কামিন্দু মেন্ডিস ০, অ্যাঞ্জেলো পেরেরা ১১, ধনঞ্জয়া ডি সিলভা ১০, ইসুরু উদানা ৮৪*, আকিলা ধনঞ্জয়া ১, লাসিথ মালিঙ্গা ৮, ভ্যান্দেরসে ০; স্টেইন ২/৩৪, ক্রিস মরিস ৩/৩২, সিপামলা ০/৪২, প্রিটোরিয়াস ১/২২, শামসি ২/১৬, ডুমিনি ০/১৮)।

ম্যাচ সেরা: ডুসেন (দক্ষিণ আফ্রিকা)

(ঢাকাটাইমস/২৩ মার্চ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :