ঘরের নিচ থেকে ৪৫টি বিষাক্ত ‘র‌্যাটেলস্নেক’ উদ্ধার

প্রকাশ | ২৩ মার্চ ২০১৯, ১১:০৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি বাড়ির নীচ থেকে ৪৫টি বিষাক্ত র‌্যাটেলস্নেক উদ্ধার হয়েছে। সাপ ধরার ১৮ মিনিট দীর্ঘ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন নথান হকিনস নামে এক সাপুড়ে। তারপরই বিষয়টি উঠে আসে অআন্তর্জাতিক গণমাধ্যমে।

টেক্সাসের একটি বাড়ির মালিক তার বাড়ির নীচের ফাঁকা অংশে কয়েকটা সাপ রয়েছে বলে সন্দেহ করেছিলেন। সেইমতো নথান হকিনসের সাপ ধরার সংস্থায় খবর দেন। ওই ব্যক্তির বাড়ির নীচের ছোট্ট একটি স্থানে মোবাইলের আলো ফেলতেই চক্ষু চড়কগাছ হকিনসের। এক এক করে সেখান থেকে ৪৫টি বিষাক্ত র‌্যাটেলস্নেক উদ্ধার করেন তিনি। এরপর সাপ উদ্ধারের ভিডিও অনলাইনে আপলোড করেন হকিনস।

উষ্ণতার জন্য সাপেরা কোনও এলাকায় দলে দলে আশ্রয় নেয়। মূলত শীতের সময় এমন ঘটনা ঘটে। বসন্তে তারা প্রযোজন করে এবং খাবারের সন্ধানে বেরিয়ে আসে। তবে নিজের বাড়িতেই এতগুলো বিষাক্ত সাপের সঙ্গে এতদিন কীভাবে ছিলেন ভাবতেও পারছেন না ওই ব্যক্তি।

ঢাকা টাইমস/২৩মার্চ/একে