স্টার্লিংয়ের হ্যাটট্রিকে ইংল্যান্ডের বড় জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মার্চ ২০১৯, ১১:৩৬

উয়েফা ইউরো ২০২০ এর বাছাইপর্বের প্রথম ম্যাচে শুক্রবার চেক প্রজাতন্ত্রের বিপক্ষে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। রাহিম স্টার্লিংয়ের হ্যাটট্রিকে চেক প্রজাতন্ত্রকে ৫-০ গোলে হারিয়েছে তারা। ইংল্যান্ডের হয়ে স্টার্লিংয়ের এটি প্রথম হ্যাটট্রিক।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ২৪তম মিনিটে রাহিম স্টার্লিংয়ের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক ইংল্যান্ড। (৪৫+২) মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে ২-০ গোলে এগিয়ে দেন হ্যারি কেন। এই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় তারা।

বিরতির পর ৬২তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন স্টার্লিং। ৬৮তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। ৮৪তম মিনিটে থমাস কালাসের আত্মঘাতী গোলে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় ইংলিশরা। এই ব্যবধান ধরে রেখে তারা ম্যাচ শেষ করে।

বাছাইপর্বে ইংল্যান্ড রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে অন্য চারটি দল হচ্ছে মন্টিনিগ্রো, বুলগেরিয়া, কসোভো ও চেক প্রজাতন্ত্র। বাছাইপর্বে অংশ নিচ্ছে ৫৫টি দল। এর মধ্যে ২৪টি দল চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।

(ঢাকাটাইমস/২৩ মার্চ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :