বিদ্যুৎহীন রংপুর বিভাগ

প্রকাশ | ২৩ মার্চ ২০১৯, ১২:৩৪ | আপডেট: ২৩ মার্চ ২০১৯, ১৮:৫১

রংপুর ব্যুরো, ঢাকাটাইমস
ফাইল ছবি

কারিগরি কাজ থাকায় আজ সারাদিন বিদ্যুৎহীন অবস্থায় কাটাতে হচ্ছে রংপুর বিভাগের লোকদের। গাইবান্ধা ছাড়া বিভাগের সব জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বলে জানা গেছে।

শনিবার রংপুর বিভাগে বিদ্যুৎ থাকবে না এটা আগেই জানানো হয়েছিল। তবে দিনভর বিদ্যুৎ না থাকার বিষয়টি সেভাবে ফলাও করে প্রচার করা হয়নি বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের। যদিও বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তার দাবি, ফেসবকুসহ সব মাধ্যমেই বিষয়টি প্রচার করা হয়েছে।

রংপুর বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন ঢাকাটাইমসকে বলেন, ‘দিনাজপুরের বড় পুকুরিয়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্রে গ্রিডের কাজ করা হবে। এই কারণে রংপুর বিভাগের সাত জেলায় সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।’

এই কর্মকর্তা বলেন, ‘পত্রিকায়, ফেসবুক এবং অনলাইনে বিষয়টি প্রচার করা হয়েছে।’

রংপুর মহানগরীর কামাল কাছনা এলাকার বাসিন্দা শাহেদ বলেন, ‘বিদ্যুৎ থাকবে না- এটা আমরা জানি না। দিনব্যাপী বিদ্যুৎ না থাকলে তো সমস্যা হবে। আগে ভাগেই বিষয়টি প্রচার করা প্রয়োজন ছিল।’

শনিবার সকালে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে খবর নিয়ে জানা গেছে এসব এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

(ঢাকাটাইমস/২৩মার্চ/জেবি)