পাকিস্তান দিবসে মোদির শুভেচ্ছা, ইমরানের ধন্যবাদ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১৩:১৬ | প্রকাশিত : ২৩ মার্চ ২০১৯, ১২:৪৪

পাকিস্তানের জাতীয় দিবসে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির শুভেচ্ছা গ্রহণ করে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আজ ২৩ মার্চ পাকিস্তানের গণতান্ত্রিক দিবস। এই দিনটিকে ন্যাশনাল ডে হিসেবে পালন করে পাকিস্তানিরা। এই দিনের শুভেচ্ছা জানিয়ে মোদি টুইটারে লেখেন, ‘পাকিস্তান ন্যাশনাল ডেতে ওই দেশের সকল নাগরিককে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। উপমহাদেশের মানুষদের এই মুহূর্তে উচিত গণতন্ত্র বাঁচাতে শান্তি এবং উন্নতির জন্য হাতে হাত মিলিয়ে কাজ করা।’ একই সঙ্গে সন্ত্রাস এবং হিংসার মোকাবেলায় ভারতীয় উপমহাদেশের সকলকে একসঙ্গে কাজ করার বার্তা দেন মোদি।

ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছার জবাব পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান লেখেন, ‘আমাদের দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তাকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা পাকিস্তান দিবস পালন করি ভারতের সঙ্গে যাতে সম্পর্ক আরও মজবুত হয় এবং সব বিষয়ে স্মঝোতার রাস্তা সুগম হয়।’

ইমরান খান আরও লেখেন, ‘মূলত কাশ্মীর সমস্যার সমাধান করে শান্তি এবং উন্নতির পথে এই দুই দেশ আরও এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।’

ঢাকা টাইমস/২৩মার্চ/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :