আ.লীগ গণতন্ত্রের ছদ্মবেশধারী: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১৩:৪২ | প্রকাশিত : ২৩ মার্চ ২০১৯, ১৩:৩৮

ক্ষমতাসীন আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা গণতন্ত্রের ছদ্মবেশ ধারণ করেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্তিযুদ্ধ, একুশের চেতনা এবং গণতান্ত্রিক মূল্যবোধ থেকে আজকের আওয়ামী লীগ অনেক দূরে সরে গেছে বলেও অভিযোগ করেন ফখরুল।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছিলেন বিএনপি মহাসচিব। কবি আল মাহমুদের স্মরণে এই শোকসভার আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাস। আল মাহমুদ এই সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে ফখরুল বলেন, ‘বর্তমান সমগ্র বাংলাদেশ কারাগারে রূপান্তরিত হয়েছে, সত্য কথা বলায় কবি-সাহিত্যিক শিল্পীকেও আজ কারাগারে যেতে হচ্ছে।’

সরকার একদলীয় শাসন কায়েম করছে এমন অভিযোগ করে ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ ভিন্নমত সহ্য করতে পারে না। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এ কারণেই তারা আজ সবকিছুকে উপেক্ষা করে একদলীয় স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা চালু করেছে।’

কবি আল মাহমুদের মৃতদেহ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে না দেওয়ায় আওয়ামী লীগকে ‘একুশের চেতনাবিরোধী’ বলে আখ্যা দেন বিএনপি মহাসচিব। বলেন, ‘আল মাহমুদ ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক অথচ তার সঙ্গে নির্লজ্জ ও অমানবিক আচরণ করেছে বর্তমান সরকার।’

বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি আল মাহমুদের স্মৃতিচারণ করে ফখরুল বলেন, ‘আল মাহমুদ অসুন্দর, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি ছিলেন সত্য পথের পথিক। তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলায় কারাগারেও গিয়েছেন। অনেক নির্যাতনের শিকার হয়েছেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন কবি আবদুল হাই শিকদার, জ্যেষ্ঠ সাংবাদিক আলমগীর মহিউদ্দিন ও জনপ্রিয় সুরকার ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার প্রমুখ।

(ঢকাটাইমস/২৩মার্চ/এসপি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

এই বিভাগের সব খবর

শিরোনাম :