গাজীপুরে নিষিদ্ধ সময়ে ভোটের প্রচার, আটক ৩২

প্রকাশ | ২৩ মার্চ ২০১৯, ১৪:১৭

গাজীপুর প্রতিবেদক, ঢাকাটাইমস

নির্দিষ্ট সময়ের পরও প্রচারণা এবং ভোটারদের মধ্যে অবৈধ প্রলোভন সৃষ্টির অভিযোগে গাজীপুরের শ্রীপুরের বিভিন্ন এলাকা থেকে ৩২ জনকে আটক করেছে পুলিশ। তারা সবাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামসুল আলম প্রধানের মোটরসাইকেল প্রতীকের কর্মী বলে জানা গেছে।

নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার সুলতানা এলিন জানান, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার মধ্যরাতে শেষ হয়েছে প্রচারণার কাজ। তবে গভীর রাতে নিষিদ্ধ সময়ে ভোটারদের মধ্যে প্রচারণা ও অবৈধ প্রলোভন সৃষ্টির খবরে পুলিশ তাদের আটক করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, আটককৃতদের থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রসঙ্গত, আগামীকাল রবিবার তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে শ্রীপুর উপজেলাও।

(ঢাকাটাইমস/২৩মার্চ/জেবি)