রাজপথে নামতে আমাদের প্রস্তুতি শেষ: রিজভী

প্রকাশ | ২৩ মার্চ ২০১৯, ১৫:১০ | আপডেট: ২৩ মার্চ ২০১৯, ১৭:৫৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

গণতন্ত্র ‘পুনরুদ্ধার’ ও দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে কারামুক্ত করতে জাতীয়তাবাদী শক্তি রাজপথে নামার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার বেলা ১১টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা জেলাধীন দোহার ও নবাবগঞ্জ থানা বিএনপির উদ্যোগে অনশন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এরপর রিজভী খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে কাঁটাবন এলাকায় মিছিল করেন। কাঁটাবন মোড় থেকে শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলে ছাত্রদলের কয়েকটি ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিছিলে নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে শ্লোগান দেওয়া হয়।

নয়াপল্টনের অনুষ্ঠানে রিজভী বলেন, ‘গত ৩০ ডিসেম্বর মিডনাইট নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ভাবমূর্তিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য এখন দুঃশাসনের মাত্রা বৃদ্ধি করেছে।’

রিজভী বলেন, ‘দেশকে নিজের জমিদারিতে পরিণত করেছেন প্রধানমন্ত্রী। সারাদেশের মানুষ রাষ্ট্রশক্তির দানবীয় আক্রমণের ভয়ে ও আতঙ্কে দিন কাটাচ্ছে। দেশনেত্রীকে দুনিয়া থেকে সরিয়ে দিতেই কারান্তরালে রেখে চালানো হচ্ছে নানাবিধ মানসিক ও শারীরিক নির্যাতন।’

বিএনপির এই নেতা বলেন, ‘গণতন্ত্রকে চিরদিনের জন্য নির্মূল করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দেশব্যাপী বিরোধী দল ও মত নির্মূলের খেলা শুরু করেছেন। তবে শেখ হাসিনার অপশাসন জনগণ সব শক্তি দিয়ে রুখে দেবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী খালেদা জিয়াকে কারামুক্ত করতে জাতীয়তাবাদী শক্তি রাজপথে নামার সব প্রস্তুতি নিয়েছে।’

(ঢাকাটাইমস/২৩মার্চ/বিইউ/জেবি)