মাদকের জাল ছিন্নভিন্ন করে দিব: ডিএমপি কমিশনার

প্রকাশ | ২৩ মার্চ ২০১৯, ২০:৪৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘বাংলাদেশের মাটিতে কোনো জঙ্গি ও মাদক কারবারির ঠাঁই হবে না। জঙ্গিদের নেটওয়ার্ক ছিন্নভিন্ন করে দিয়েছি। মাদকের নেটওয়ার্কও ছিন্নভিন্ন করে দিব।’

আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর ডেমরা মাতুয়াইল সামছুল হক খান স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে এ কথা বলেন তিনি। ডিএমপির ওয়ারী বিভাগ সমাবেশটি আয়োজন করে।

ডিএমপি কমিশনার বলেন, ‘ক্যানসারে আক্রান্ত ব্যক্তি শুধু নিজেই মৃত্যুকে বরণ করে। আর মাদক নিজের সঙ্গে সঙ্গে সমাজকে ধ্বংস করে। মাদকের সঙ্গে যেই জড়িত থাকুক তাকে ছাড় দেয়া হবে না।’

মাদকসংশ্লিষ্টদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়ে অভিভাবকদের উদ্দেশে কমিশনার বলেন, ‘মাদকের আগ্রাসনের ঝুঁকিতে রয়েছে আপনার-আমার সন্তান। জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। আপনারা আমাদের সহযোগিতা করুন। মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, পুলিশ আপনার পাশে আছে।’
রাজধানীতে যে-ই মাদকের ব্যবসা করতে দুঃসাহস দেখাবে, তার পরিচয় যা-ই হোক তাকে বিচারের আওতায় আনা হবে বলে হুঁশিয়ার করেন আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মাদকের অর্থদাতা, আশ্রয়দাতা, সহযোগী, গ্রেপ্তারের পর আদালত  থেকে জামিনে যারা ছাড়িয়ে আনে, তাদের ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।

শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে কয়েকটি বিষয়ে সচেতন থাকতে শিক্ষক-অভিভাবকদের পরামর্শ দেন ডিএমপি কমিশনার। বলেন, ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে তিনটি বিষয় মনে রাখতে হবে। আপনার সন্তান কী করে, কার সাথে মেলামেশা করে, নিজের ঘরে ইন্টারনেটের কোন সাইটগুলো ব্রাউজ করে তা নিয়মিত দেখার দায়িত্ব অভিভাবকদের। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের দায়িত্ব শিক্ষার্থীরা টিফিন পিরিয়ডে ও অন্যান্য সময় কী করছে তার দিকে নজর রাখা।

অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) কৃষ্ণপদ রায়, সামছুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মাহফুজুর রহমান মোল্লা, অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৩ মার্চ/এএ/মোআ)