উপজেলা পরিষদ নির্বাচন

রূপগঞ্জে প্রভাব বিস্তারের অভিযোগ বস্ত্রমন্ত্রীর বিরুদ্ধে

প্রকাশ | ২৩ মার্চ ২০১৯, ২২:৫৯

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে পাট ও বস্তমন্ত্রী গোলাম দস্তগীর গাজী প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ তুলেছেন

একজন চেয়ারম্যান ও ছয়জন ভাইস চেয়ারম্যান প্রার্থী।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তারা।
তবে যারা অভিযোগ করলেন তারা সবাই মন্ত্রীর অনুগামী নেতাকর্মী হিসেবে এতদিন রাজনীতি করে আসছিলেন।
সংবাদ সম্মেলনে প্রার্থীরা অভিযোগ করেন- মন্ত্রী গোলাম দস্তগীর গাজী নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী ও আরও দুজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তার করছেন। এ ব্যাপারে নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগপত্র দেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান প্রার্থীরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের তাবিবুল কাদির তমাল, ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকের প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, টিয়া পাখি প্রতীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ স্বপন ভূঁইয়া, টিউবওয়েল প্রতীকে মোতাহের হোসেন নাদিম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে নাসরিন আক্তার চম্পা, সেলাই মেশিন প্রতীকে হ্যাপী বেগম ও কলস প্রতীকের প্রার্থী শায়লা তাহমিন সিথী।

প্রার্থীদের এসব অভিযোগের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান বলেন, ‘রূপগঞ্জের ৭ প্রার্থীর দেয়া লিখিত অভিযোগ কমিশনে পাঠানো হয়েছে। একটি ব্যবস্থা নিশ্চয়ই নেয়া হবে। হামলা-মামলার অভিযোগের প্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সঙ্গেও আমরা ব্যবস্থা নিচ্ছি।’

ঢাকাটাইমস/২৩মার্চ/ইএস