ভোটার নেই লক্ষ্মীপুরের ভোটকেন্দ্রে

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
| আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১০:০৩ | প্রকাশিত : ২৪ মার্চ ২০১৯, ০৯:৩৩

লক্ষ্মীপুরের ৫টি উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু হয়েছে। রবিবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। তবে সকালে অধিকাংশ কেন্দ্রে ভোটারদের লক্ষ্য করা যায়নি।

জেলা নির্বাচন অফিস জানায়, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন জেলার ৫টি উপজেলায় মোট ৪৫৮টি ভোটকেন্দ্রে ১২ লাখ ৩৪ হাজার ৬৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলার রামগঞ্জ, রায়পুর, সদর, কমলনগর ও রামগতি উপজেলায় মোট চেয়ারম্যান পদে ১৮ জন, ভাইস-চেয়ারম্যান পদে ২৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৭ প্রার্থীসহ মোট ৬৩ জন প্রার্থী প্রতিদ্ধন্ধীতা করছেন।

রামগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুরাইয়া আক্তার বিনা প্রতিদ্ধন্ধীতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

জেলা পুলিশের পক্ষ থেকে ৪৫৮ টি কেন্দ্রের মধ্যে ৩৪৬ টি ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ঢাকাটাইমস/২৪মার্চ/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :