চন্দনাইশে ভোটকেন্দ্রে গোলাগুলি, পুলিশ গুলিবিদ্ধ

প্রকাশ | ২৪ মার্চ ২০১৯, ১০:৫৬ | আপডেট: ২৪ মার্চ ২০১৯, ১১:১২

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

চট্টগ্রামের চন্দনাইশে ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে আওয়ামী লীগ প্রার্থীর অনুসারীদের। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

রবিবার সকাল ৯টার দিকে পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

গুলিবিদ্ধ পুলিশ সদস্য ফরহাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল জানান, আওয়ামী লীগের প্রার্থী এ কে এম নাজিম উদ্দিনের অনুসারীরা কেন্দ্র দখল করতে গেলে এই গোলাগুলির ঘটনা ঘটে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। অন্য কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।

তৃতীয় ধাপে দক্ষিণ চট্টগ্রামের চারটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। উপজেলাগুলো হচ্ছে- বোয়ালখালী, পটিয়া, চন্দনাইশ ও বাঁশখালী। এসব উপজেলায় নয় লাখ ৩২ হাজার ৬৬৫ জন ভোটার ভোট দিচ্ছেন।

(ঢাকাটাইমস/২৪মার্চ/জেবি)