রশীদকে নিয়ে বিশেষ পরিকল্পনা কলকাতার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মার্চ ২০১৯, ১১:৩৬

গতবার দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। রশীদ খানের দুরন্ত বোলিংয়ের (৩/১৯) বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছিল নাইটরা। ইডেনেই হয়েছিল সে ম্যাচ। এবার আইপিএলের প্রথম ম্যাচে সেই রশীদকে সামলানোই মূল লক্ষ্য দিনেশ কার্তিকদের।

অধিনায়ক দিনেশ কার্তিকও জানিয়ে দিলেন, রশীদকে নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে নাইট শিবিরে। তিনি বলেছেন, ‘রশীদ বিশেষ স্পিনার। টি-টোয়েন্টিতে তো অবশ্যই। ওকে নিয়ে আমরা ভেবেছি। সেভাবেই পরিকল্পনা তৈরি হয়েছে।’

তবে শুধু রশীদ নন, সানরাইজার্সের বাকি বোলারদের নিয়েও ভাবছেন কার্তিক। বলছিলেন, ‘রশীদকে ছাড়াও সানরাইজার্সের বোলিং বিভাগ খুব শক্তিশালী। সকলকে নিয়েই আমাদের ভাবতে হবে।’

সানরাইজার্সের বিরুদ্ধে গতবার ইডেনেই দুইটি ম্যাচ হেরেছিল কেকেআর। যা আত্মবিশ্বাস বাড়াচ্ছে হায়দরাবাদের। সানরাইজার্স কোচ টম মুডি বলেছেন, ‘ইডেনের পিচে আমাদের খেলার অভিজ্ঞতা রয়েছে। সেটাই দলকে আরো তাতিয়ে দিয়েছে। প্রথম ম্যাচ ঘরের মাঠে না হলেও কোনো অসুবিধা নেই।’

সেই সঙ্গে কার্তিকের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে বিপক্ষের ওপেনিং জুটি। ইডেনেই আইপিএল প্রত্যাবর্তন হতে চলেছে ডেভিড ওয়ার্নারের। তাঁর সঙ্গে থাকতে পারেন জনি বেয়ারস্টো। এই বিধ্বংসী ওপেনিং জুটিকে দ্রুত ফেরাতে পারলে স্বস্তিতে থাকবে কেকেআর।

আইপিএলের ম্যাচে আজ বিকালে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায়। এবারের আসরে সানরাইজার্সের হয়ে খেলবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

(ঢাকাটাইমস/২৪ মার্চ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :