মোদির বায়োপিক, বিরক্ত দুই গীতিকার

প্রকাশ | ২৪ মার্চ ২০১৯, ১১:৫২

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস

বলিউডে নির্মিত হয়েছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনীর ওপর নির্মিত ছবি ‘পিএম নরেন্দ্র মোদি’। এটি পরিচালনা করেছেন ওমাং কুমার। প্রযোজনা করেছে সন্দীপ সিং। এতে মোদির ভূমিকায় অভিনয় করেছেন বিবেক ওবেরয়। এটি মুক্তি পাওয়ার কথা আসন্ন লোকসভা ভোটের আগে।

কিন্তু মুক্তির আগেই মোদির বায়োপিক নিয়ে চরম বিরক্তি প্রকাশ করেছেন বলিউডের কিংবদন্তি দুই গীতিকার জাভেদ আখতার ও সামির অঞ্জন। একাধিক ফিল্মফেয়ার ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই দুই সংগীতজ্ঞের নাম গীতিকার হিসেবে ছবির পোস্টারে জুড়ে দেয়া হয়েছে।

এ নিয়ে গত শুক্রবারই টুইটারে বিরক্তি প্রকাশ করেন গীতিকার জাভেদ আখতার। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিকের সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত নন। ছবির জন্য লেখেননি কোনো গান। এই নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক।

সেই রেষ মিটতে না কাটতে শনিবার বিরক্তি প্রকাশ করেন গীতিকার সামীরও। জাভেদ আখতারের মতো তার নামও জুড়ে দেয়া হয়েছে পোস্টারে। বিষয়টি নজরে আসতেই সামীর স্পষ্ট জানিয়ে দেন, এই ছবির জন্য কোনো গান তিনি লেখেননি। কেন তার নাম পোস্টারে দেয়া হলো।

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সামীর বলেন, ‘জাভেদ সাহেবের টুইট দেখার পরেই তাকে ফোন করে আমার অবস্থান জানাই। বলি প্রোডাকশন হাউস বা পরিচালক, কেউই এ বিষয়ে আমার সঙ্গে কখনও যোগাযোগ করেনি। এমনকি এই ছবির জন্যে একটিও গান আমি লিখিনি। জানি না কেন আমার নাম ব্যবহার করা হচ্ছে!’

সামীর আরও জানান, এ বিষয়ে প্রযোজক সন্দীপ সিংয়ের সঙ্গে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। মোদির বিতর্কিত ও সমালোচিত বায়োপিকে বিবেক ওবেরয় ছাড়াও অভিনয় করেছেন বোমান ইরানি, জরিনা ওয়াহাব, বারখা বিস্ত সেনগুপ্ত ও দর্শন কুমার।

ঢাকাটাইমস/২৪মার্চ/এএইচ