মিরপুরে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

প্রকাশ | ২৪ মার্চ ২০১৯, ১৩:২২

কুষ্টিয়া প্রতিবেদক, ঢাকাটাইমস

কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ নির্বাচনের জাসদ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী (আনারস) ফারুকুজ্জামান জন কেন্দ্র দখলের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

রবিবার  দুপুরে  তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

ফারুকুজ্জামান জন বলেন, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা আমার নিজ এলাকার কেন্দ্র গুলোতো টহল জোরদার করেছে। সেই সাথে বেশ কিছু কেন্দ্র থেকে আমার এনেন্টকে জোর করে বের করে দেয়া হয়েছে। তাই আমি পূণরায় নির্বাচনের দাবি  জানাচ্ছি এবং ভোট বর্জন করছি।

এদিকে বেলা ১১টার দিকে মিরপুর উপজেলার শোনদহ নফরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চাইনিজ হাত কুড়াল প্রদর্শন করে ভোটার দের ভয় দেখানোর দায়ে গোবিন্দপুর এলাকার মন্টু জোয়াদ্দারের ছেলে এবং স্বতন্ত্র প্রার্থী (আনারস) ফারুকুজ্জামান জনের সমর্থক নাহিদ (১৭) কে আটক করে পুলিশ।

জেলা রির্টানিং কর্মকর্তা আজাদ জাহান জানান, জেলা ব্যাপী কোথাও কোনো  অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্টু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। 

ঢাকাটাইমস/২৪মার্চ/ওআর