টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে অবসরে যাবেন মালিঙ্গা

প্রকাশ | ২৪ মার্চ ২০১৯, ১৩:৪৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে এখন শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন ৩৫ বছর বয়সী পেসার লাসিথ মালিঙ্গা। আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ এই পেসার আর বেশিদিন দেখা যাবে না। তিনি ঘোষণা দিয়েছেন যে, আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে তিনি অবসরে যাবেন।

মালিঙ্গা বলেছেন, ‘আমি আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চাই। তারপর অবসর নিব।’

তবে, তার আগে ওয়ানডে ক্রিকেটকে গুডবাই বলতে পারেন মালিঙ্গা। আগামী মে-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় আইসিসি বিশ্বকাপে খেলে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে পারেন এই লঙ্কান ক্রিকেটার।

২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় লাসিথ মালিঙ্গার। তিনি এখন পর্যন্ত ৩০টি টেস্ট, ২১৮টি ওয়ানডে ও ৭২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টি-টোয়েন্টিতে তিনি শ্রীলঙ্কার সর্বোচ্চ সংখ্যক উইকেটশিকারি বোলার। আর ওয়ানডেতে তৃতীয়। ২০১৪ সালে মালিঙ্গার নেতৃত্বে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা।

(ঢাকাটাইমস/২৪ মার্চ/এসইউএল)