শিক্ষা প্রতিষ্ঠানের ফি পরিশোধ করা যাবে বিকাশে

প্রকাশ | ২৪ মার্চ ২০১৯, ১৬:২৮

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের ফি বিকাশের মাধ্যমে পরিশোধ সেবা চালু করতে এডুকেশন সফটওয়্যার ম্যানেজন্ট প্রতিষ্ঠান এডিসফট এর সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ। 

এই চুক্তির আওতায় সারাদেশে এডিসফট এর ‘অধ্যায়ন এডুকেশন ইআরপি’ সফটওয়্যার ব্যবহার করে এমন ২০০ এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে।

বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ এবং এডিসফট এর ম্যানেজিং ডিরেক্টর সাকিব রব্বানী সম্প্রতি বিকাশ কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

এসময় আরো উপস্থিত ছিলেন বিকাশের কর্মাশিয়াল ডির্পাটমেন্টের জেনারেল ম্যানেজার এটিএম মাহবুব আলম, লিড কি-অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট মো. মাহবুবুর রহমান, কি-অ্যাকাউন্ট ম্যানেজার রাইয়ান মাহমুদ এবং এডিসফট এর জেনারেল ম্যানেজার অ্যাডমিন অ্যান্ড অপারেশন দেওয়ান সাইফুদ্দিন আহম্মদ এবং প্রজেক্ট ম্যানেজার কাওসার আহমেদ। 

(ঢাকাটাইমস/২৪মার্চ/এজেড)