বগুড়ায় অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মার্চ ২০১৯, ১৭:১০

বগুড়ায় জামাল শেখ নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ওয়ান শুটার পাইপগান, পাঁচ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

রবিবার ভোরে জেলার সারিয়াকান্দি উপজেলার শিমুল তাইড় (গুচ্ছগ্রাম) পূর্বপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১২ জানায়, ‘গ্রেপ্তার জামাল শেখ একজন দুর্ধর্ষ ডাকাত। সে সারিয়াকান্দি উপজেলার শিমুল তাইড় (গুচ্ছগ্রাম) পূর্বপাড়া গ্রামের শাহজাহানের ছেলে। গোপন সংবাদে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যে তার বসতবাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার পাইপগান, একটি কাটা রাইফেল, একটি চাপাতি, দুটি হাসুয়া এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’

র‌্যাব আরো জানায়, ‘সে সারিয়াকান্দি থানার চর এলাকা থেকে শুরু করে বগুড়ার বিভিন্ন থানা এলাকায় ডাকাতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নারী নির্যাতন এবং অস্ত্রের মুখে নিরীহ মানুষকে জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। তার বিরুদ্ধে বগুড়া জেলার সারিয়াকান্দি থানায় অস্ত্র ও অন্যান্য আইনে একাধিক মামলা রয়েছে।’

(ঢাকাটাইমস/২৪মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :