‘আত্মসমপর্ন করলে মাদক কারবারিদের আইনি সহযোগিতা’

প্রকাশ | ২৪ মার্চ ২০১৯, ১৭:৫৭

গাইবান্ধা প্রতিবেদক, ঢাকাটাইমস

আত্মসমর্পণ করলে মাদক ব্যাসায়ীদের আইনি সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বলেন, ‘দেশে অনেক ব্যবসা আছে, আপনারা কেউ মাদক ব্যবসা করবেন না। মাদক কারবারিরা দেশ ও জাতির শত্রু। প্রধানমন্ত্রী বলেছেন আত্মসমর্পণ করলে মাদক ব্যাসায়ীদের আইনি সহযোগিতা দেওয়া হবে।’

রবিবার গাইবান্ধায় মাদকবিরোধী এক সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ফুলছড়ি উপজেলায় কালীর বাজার এলাকায় সমাবেশটির আয়োজন করে জেলা পুলিশ।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আত্মসমর্পন করা স্থানীয় ৭৪ মাদক ব্যাবসায়ীকে ফুল দিয়ে স্বাগত জানান। এর আগে ফুলছড়ি থানার নতুন ভবন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সারা দেশে মাদক বিরোধী চলমান অভিযান অব্যাহত থাকবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদক নিমূল না হওয়া পর্যন্ত এই অভিযান বন্ধ হবে না।’

‘প্রধানমন্ত্রী নিজেই মাদক নির্মূলের ব্যপারে সজাগ রয়েছেন। তাই কোনও অবস্থাতেই মাদক কারবারিকে ছাড় নয়। মাদক কারবারী দেশ ও জাতীর শত্রু তাই যে কোন মূল্যেই হোক তাদের প্রতিহত করতে হবে।’ৎ

আসাদুজ্জামান খাঁন বলেন, ‘আজ যারা এখানে আমার নিকট আত্মসমর্পণ করলেন, তারা যেন আর মাদক ব্যাবসায় ফিরে না যান। আপনাদের সহযোগিতা করা হবে।’ 

গাইবান্ধা পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া ও সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী।

ঢাকাটাইমস/২৪মার্চ/প্রতিনিধি/ডিএম