এক লাখ বর্গফুটের পথচিত্র আঁকবে ইউডা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মার্চ ২০১৯, ১৮:৩২

২৫শে মার্চ গণহত্যা দিবস ও শহীদদের স্মরণে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সড়কের অর্ধাংশে এক লাখ বর্গফুট পথচিত্র অংকন করবে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডা। যা দেশের সবচেয়ে বড় পথচিত্র হতে যাচ্ছে।

২৫ মার্চ সূর্যাস্ত থেকে ২৬ মার্চ সূর্যোদয় পর্যন্ত চলবে এ চিত্র অংকন।

আয়োজনটি উদ্বোধন করবেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী জামাল আহমেদ।

রবিবার বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইউডার চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ।

এ সময় তিনি বলেন, ‘দুই দশক ধরে সিফাত ফাউন্ডেশন ও এর বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান তথা ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা), কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (কোডা) এবং স্কুল অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (সোডা) গণহত্যা দিবস পালন করে আসছে। ২৫ মার্চের কালরাতের ভয়াবহতার স্মৃতি স্মরণ করে প্রতিবছরের মতো এবারও পাঁচশো চিত্রশিল্পীদের অংশগ্রহণে মানিক মিয়া এভিনিউয়ের এক পাশের রাস্তায় মুক্তিযুদ্ধভিত্তিক পথচিত্র অঙ্কন করা হবে।’

এই আয়োজনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পাঠ, মুক্তিযুদ্ধ ও শহীদদের নিয়ে আলোচনা, শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, গণসঙ্গীত ও কবিতা পাঠের আসরের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।

মঙ্গলবার ২৬ মার্চ ভোরে স্বাধীনতা দিবসের সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় সংগীত পরিবেশন ও কালো পতাকা নামিয়ে জাতীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে সমাপ্ত ঘোষণা করা হবে। এই আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক আহমদ উল্লাহ মিয়া, সচিব মুনির আহমেদ, ডেপুটি রেজিস্ট্রার ফয়জুন নাহার, হায়দার ফারুক, যোগাযোগ ও গণমাধ্যম শিক্ষা বিভাগের চেয়ারম্যান মাহবুব আলম, চারুকলা বিভাগের অধ্যাপক ডক্টর আলাউদ্দিন প্রমুখ।

ঢাকাটাইমস/২৪মার্চ/কারই/ইএস

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা ২৭ এপ্রিল শুরু

জবিতে অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস, চলবে সেমিস্টার পরীক্ষা

কুবির তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন

ববির মেডিকেলে  চিকিৎসকের দায়িত্বে অবহেলা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি অফ স্কলার্সের বিবিএ ১৫তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে তিন ইউনিটে পরীক্ষার্থী ১২৩৪১ জন

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

এই বিভাগের সব খবর

শিরোনাম :