ভোলাহাটে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

প্রকাশ | ২৪ মার্চ ২০১৯, ১৮:৩৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের যেতে বাধা দেয়া ও এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বাবর আলী বিশ্বাস (আনারস) ও আনোয়ারুল ইসলাম (চিংড়িমাছ)।

রবিবার দুপুরে ভোলাহাট প্রেসক্লাবে পৃথক পৃথক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা।

দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বাবর আলী ও আনোয়ারুল ইসলাম অভিযোগ করেন, ‘সকাল থেকেই নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা উপজেলার সবগুলো ভোটকেন্দ্রের চারপাশে লাঠিসোটা নিয়ে অবস্থান নিয়ে ভোটারদের কেন্দ্রে আসতে বাধার সৃষ্টি করছে। এছাড়া বিভিন্ন কেন্দ্র থেকে তাদের (আনারস ও চিংড়ি মাছ) প্রতীকের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। আওয়ামী লীগ কর্মীদের ভয়ে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারছেন না। বিষয়গুলো রিটার্নিং কর্মকর্তাসহ জেলা ও পুলিশ প্রশাসনকে জানানো হলেও কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। ফলে এখানে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হচ্ছে না। এই অবস্থায় নির্বাচন বর্জনের ঘোষণা দেন এই দুই প্রার্থী।’

(ঢাকাটাইমস/২৪মার্চ/এলএ)