ভৈরবে হামলায় দুইজন জখম, তিন কেন্দ্রে ভোট স্থগিত

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মার্চ ২০১৯, ২০:০৫

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল মনসুরের ভাগ্নেসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। এরা হলেন- মন্টু ও আরিফ মিয়া।

অপরদিকে ভোটগ্রহণে অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগে তিন কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছেন প্রিজাইডিং অফিসাররা।

নির্বাচনে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সায়দুল্লাহ মিয়া। অপরদিকে এই দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর ও উপজেলা যুবলীগের আহবায়ক অলিউল ইসলাম অলি। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছিল। এরই মধ্য দুপুর ২টায় শহরের রফিকুল ইসলাম মহিলা কলেজ কেন্দ্রে নৌকা মার্কার ব্যালটে জাল ভোট দেয়ার সময় আবুল মনসুরের ভাগ্নে মন্টু ও আরিফ মিয়া বাধা দিলে নৌকার সমর্থকরা তাকে ছুরিকাঘাত করলে তারা গুরুতর আহত হয়। তাকে স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এদিকে নির্বাচনে অনিয়ম ও জোর করে নৌকার সমর্থকরা ভোট নেয়ার অভিযোগ এনে বিদ্রোহী প্রার্থী অলিউল ইসলাম বিকাল ৩টায় নির্বাচন বর্জন করার ঘোষণা দেন।

ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তা ইসরাত সাদমীন জানান, ‘দুপক্ষের সংঘর্ষের খবর শুনে তাৎক্ষণিক পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।’

(ঢাকাটাইমস/২৪মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :