ফরিদপুরে হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

প্রকাশ | ২৪ মার্চ ২০১৯, ২০:০৫

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

স্বাধীনতা দিবস উপলক্ষে ফরিদপুরে অনুষ্ঠিত হলো গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা।

ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে রবিবার বিকালে সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখার হাট স্কুল মাঠে এই খেলার উদ্বোধন করেন- অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।

এই খেলা দেখতে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সী মানুষ ভিড় করেন।

খেলায় সদর উপজেলার চারটি দল অংশ নেয়। ফাইনালে উঠে ডিগ্রীরচর ইউনিয়ন ও ঈশান গোপালপুর ইউনিয়ন। আগামী ২৬ মার্চ এই মাঠে ফাইনাল খেলা হবে।

খেলায় অংশ নেয়া ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু জানান, ‘আমার ইউনিয়ন এই খেলায় অংশ নেয়ায় আমি নিজেকে ধন্য মনে করছি।’

ডিগ্রীরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু জানান, ‘এখন তো গ্রামের মানুষও এই হা-ডু-ডু খেলার কথা ভুলে গেছে। সমাজে যারা প্রতিষ্ঠিত, তাদের উচিত ঐতিহ্যবাহী খেলাগুলো মাঠে ফিরিয়ে আনা। এতে কিশোর-কিশোরী, যুবক-যুবতীরা বিপদগামী হবে না।’

সভায় চরমাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মির্জা আজমের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- কোতয়ালি থানার ওসি এএফএম নাছিম, আওয়ামী লীগ নেতা বিল্লাল ফকির প্রমুখ।

(ঢাকাটাইমস/২৪মার্চ/এলএ)