নৌকার বিজয় মিছিলে হামলা

কুষ্টিয়ায় জাসদের হামলায় যুবলীগকর্মী নিহতের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২২:২০ | প্রকাশিত : ২৪ মার্চ ২০১৯, ২১:০৩

কুষ্টিয়ার মিরপুরে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটকেন্দ্র থেকে পাওয়া ফলাফলের ভিত্তিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের সমর্থকদের আনন্দ মিছিলে জাসদের নেতাকর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উজ্জ্বল প্রামাণিক (৩৫) নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন।

আজ রবিবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর হাজি ওয়াহেদ মাস্টার মোড়ে এ হামলার ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল প্রামাণিক পাহাড়পুর ফুলতলা এলাকার মৃত আজিত প্রামাণিকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও উপজেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক মোস্তাক আহম্মেদ বলেন, ‘আমরা পাহাড়পুর লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক বিজয়ী হওয়ায় আনন্দ মিছিল বের করি। হাজি ওয়াহেদ মাস্টার মোড়ে পৌঁছালে ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে আনারস প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকরা মিছিলের পিছনে হামলা করে। এ সময় যুবলীগ কর্মী উজ্জ্বল আহত হয়। পরে তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

স্থানীয় ইউপি সদস্য গোলাম আজম জানান, ‘আজ ভোট শুরু হওয়ার পর থেকেই জাসদের নেতাকর্মীরা কেন্দ্র দখল ও প্রকাশ্যে সিল দেওয়ার চেষ্টা করে আসছিল। আমরা তাদের বাধা দেই। এরই জের ধরে আমাদের নৌকার মিছিলে হামলা চালায় তারা।’

অভিযুক্ত হাবিবের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার স্ত্রী শিউলি খাতুন অভিযোগ করেন, আওয়ামী লীগের মিছিল থেকে তার স্বামীর ওপর হামলা ও ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে।

যুবলীগ কর্মীর নিহতের সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ময়নাতদন্ত না করে মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে আজ রবিবার কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলার ১১৭টি উপজেলায় ভোট নেওয়া হয়।

(ঢাকাটাইমস/২৪মার্চ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :