কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় স্বতন্ত্র প্রার্থী জয়ী

প্রকাশ | ২৫ মার্চ ২০১৯, ০০:২০ | আপডেট: ২৫ মার্চ ২০১৯, ০০:৩০

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

তৃতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচনে গোপালগঞ্জের পাঁচটি উপজেলার মধ্যে দুইটি উপজেলার ফল পাওয়া গেছে। উপজেলা দুটি হলো টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া। এ দুই উপজেলায় স্বতন্ত্র প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

রবিবার দিনভর ভোটগ্রহণ শেষে রাতে এ তথ্য জানান রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তি মনি চাকমা।

ঘোষিত ফল অনুযায়ী টুঙ্গিপাড়া উপজেলায় মো. সোলায়মান বিশ্বাস আনারস প্রতীকে ২৭ হাজার ৬০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. বাবুল শেখ দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৩২ ভোট।

এ উপজেলায় অসিম বিশ্বাস বাল্ব প্রতীকে ১৭ হাজার ৬৮২ ভোটে ভাইস চেয়ারম্যান ও সোফিদা আক্তার জোনাকী ফুটবল প্রতিকে ২৯ হাজার ৪৫১ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এদিকে কোটালীপাড়া উপজেলায় বিমল কৃষ্ণ বিশ্বাস দোয়াত কলম প্রতীকে ৬০ হাজার ২১১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুজিবর রহমান হাওলাদার চিংড়ি মাছ প্রতীকে ৩৭ হাজার ১৪১ ভোট পেয়েছেন।

এ উপজেলায় আ. খালেক হাওলাদার চশমা প্রতীকে ৫০ হাজার ৫৭৫ ভোটে ভাইস চেয়ারম্যান ও লক্ষ্মী রানী সরকার প্রজাপতি প্রতীকে ৫৫ হাজার ৮৪৫ ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ঢাকাটাইমস/২৫মার্চ/ইএস