টুঙ্গিপাড়ায় ভোটের ফল প্রত্যাখ্যান, সড়ক অবরোধ

প্রকাশ | ২৫ মার্চ ২০১৯, ১২:৫৯ | আপডেট: ২৫ মার্চ ২০১৯, ১৩:৩৯

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী বাবুল শেখ। সোমবার সকাল সাড়ে ১০টায় পাটগাতিতে তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এসময় তিনি পুনঃভোট গণনারও দাবি জানান।

এর আগে সকাল ৯টার দিকে তার সমর্থকরা টায়ার জ্বালিয়ে ও বড় বড় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখেন। নির্বাচনের ফল উল্টে দিয়ে তাদের প্রার্থীকে হারানো হয়েছে এমন দাবিতে তারা সড়ক অবরোধ করেন।

সংবাদ সম্মেলনে পরাজিত প্রার্থী বাবুল শেখ জানান, ‘পরিকল্পিতভাবে এবং প্রভাব খাঁটিয়ে তাকে মাত্র ২৮ ভোটে হারানো হয়েছে।’

ভোট পুনঃগননা করা হলে তিনি বিজয়ী হবেন বলেও আশা প্রকাশ করেন। সঠিক বিচার না পেলে আগামীতে নানা ধরনের আন্দোলনের ঘোষণাও দেন তিনি।

২৪ মার্চ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচনে ২৮ ভোটের ব্যবধানে সোলায়মান বিশ্বাসকে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/২৫মার্চ/এলএ)